হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে করোনার টিকা নিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় হয়েছে। শনিবার সকালে হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরে করোনার টিকা কার্যক্রম শুরু করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, উপজেলা স্বাস্ব্য বিভাগ শনিবার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার দিন ধার্য করে। এরই পরিপ্রেক্ষিতে শত শত শিক্ষার্থী করোনার টিকা নিতে জমায়েত হয়। এ সময় মানা হয়নি স্বাস্থ্যবিধি। একদিকে সামাজিক দূরত্বের বিষয়টি যেমন উপেক্ষিত হয়েছে, অন্যদিকে তেমনি বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবক মুখে মাস্ক পরে যাননি। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মচারীরা বিষয়টি এড়িয়ে গেছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দিতে প্রাতিষ্ঠানিকভাবে আলাদা করে সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। এর ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে করোনার টিকা নিতে ভিড় করেন।
স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা যাওয়ায় ভিড় বেশি হয়েছে।
হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, লাইনে দাঁড়ানোর ২ ঘন্টা পর করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর কোন সমস্যা হয়নি।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান সেলিম দাবি করেন, যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে করোনার টিকা দেওয়া হচ্ছে।