ঢাকাশনিবার , ২২ জানুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
-
জানুয়ারি ২২, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ২৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়ায় ২ জন, কটিয়াদীতে ১ জন, কুলিয়ারচরে ১ জন, ভৈরবে ৭ জন, বাজিতপুরে ২ জন ও মিঠামইনে ৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২২৭ জন তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম শনিবার রাতে তথ্য জানিয়েছেন

সিভিল সার্জন আরও জানান, ২১ ও ২২ জানুয়ারি (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৩ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ২১ জানুয়ারি বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় অন্য জেলার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭ জন করোনা পজিটিভ অন্য জেলার। এছাড়া পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ ও কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টারে ১৫ জনসহ মোট ৩১ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে ১১ জনের করোনা উপসর্গ পাওয়া গেছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৪ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৮০৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০৪ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯৪ জন, হোসেনপুরে ৫ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৩ জন, পাকু্ন্দিয়ায় ৬ জন, কটিয়াদীতে ৭ জন, কুলিয়ারচরে ১৫ জন, ভৈরবে ৩১ জন, বাজিতপুরে ২৭ জন, মিঠামইনে ৪ জন ও অষ্টগ্রামে ৩ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ২০০ জন। আর হাসপাতাল আইসোলেশনে ৪ জন রোগী রয়েছেন।

গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২ হাজার ৮০০ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ১ হাজার ২২১ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৩ লক্ষ ১৫ হাজার ৪০৪ জন, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭৭ হাজার ৩৭০ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ১০ হাজার ৬০৮ জন। গত ২৪ ঘন্টায় সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০৯ জন। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১০ লক্ষ ৬৮ হাজার ৫০৪ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লাখ ৫৮ হাজার ২০ জন। গত ২৪ ঘন্টায় ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২৮ হাজার ‍৭৯৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬২৮ জন। গত ২৩ অক্টোবর থেকে এ পর্যন্ত ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ২ লক্ষ ৬৫ হাজার ৮৫৯ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ হাজার ৪১৫ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ২ হাজার ৩৬১ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করেছেন ১৪ লক্ষ ৪৮ হাজার ৪৩৬ জন।

আপনার মন্তব্য করুন