ঢাকাসোমবার , ২৪ জানুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

প্রতিবেদক
-
জানুয়ারি ২৪, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বালুবাহী ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১ টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে ব্র্যাক অফিস সংলগ্ন মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নাজিম উদ্দিনের (৪০) মৃত্যু হয়। তিনি উপজেলার ধনকুড়া গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে।

হেসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ব্রহ্মপুত্র নদ থেকে বালু নিয়ে আসা একটি লড়ি ট্রাক বেলা ১১ টার দিকে বিপরীত দিক থেকে আসা রিকশাচালক নাজিম উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে লড়ি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

আপনার মন্তব্য করুন