নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি বিজয়নগর উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি মোটরসাইকেলে করে গাঁজা পাচারের সময় র্যাব তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, নগদ ৯ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার তিনজন হলেন বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের আবু তাহেরের ছেলে আবু ছালেক (২৪), একই গ্রামের আব্দুল রউফের ছেলে শফিকুল (২৪) ও একই উপজেলার বুটাং বাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে সোহেল মিয়া (২৩)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।