নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ও জেলা পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সহ সভাপতি এডভোকেট শেখ এ. কে. এম নুরুন্নবী বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ। এছাড়াও আলোচনা করেন সহ সভাপতি এডভোকেট আইয়ুব বিন হায়দার, সহ সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সদস্য এডভোকেট মো. আব্দুর রাশিদ ভূঁইয়া, এডভোকেট লুৎফর রাশিদ রানা, ফৌজিয়া জলিল ন্যান্সী প্রমুখ।
বক্তারা পাবলিক লাইব্রেরি ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন এবং অতীত স্মৃতি রোমন্থন করে এর গৌরব ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
সভা সঞ্চালনা করেন কার্যকরী কমিটির সদস্য সামিউল হক মোল্লা ও লুৎফুন্নেছা।