ঢাকাWednesday , 26 January 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ছিনতাই হওয়া পিকআপ ১২ঘন্টা পর উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদক
-
January 26, 2022 11:01 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ছিনতাইয়ের ১২ ঘন্টা পর একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ঘটনাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার।

পুলিশ জানায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফুলতলী গ্রামের আলম মিয়ার ছেলে আল আমিন পিকআপ ভর্তি মালামাল নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার ভোর রাতে হোসেনপুর উপজেলার আদুমাস্টার বাজার এলাকায় পৌঁছলে রাস্তায় কলা গাছ ফেলে গাড়ির গতিরোধ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। তারা চালক আল আমিনসহ তিন সহযোগীকে বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামালসহ গাড়িটি (ঢাকা মেট্রো-ন-২১-১৬২১) ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে চালক আল আমিন হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করলে পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশ লুন্ঠিত মালামাল ও গাড়ি উদ্ধারে অভিযানে নামে। ঘটনার প্রায় ১২ ঘন্টা পর গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হোসেনপুর উপজেলার বর্শিকুড়া গ্রামের হযরত আলীকে আটক করা হয়।  পরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য করুন