নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ১৮০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুর সোয়া ১টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইসরাফিল (৫০) নামে একজনকে ১৮০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ গ্রেফতার করে। তিনি বাজিতপুর উপজেলার সাতুটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার ইসরাফিলকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন