নিজস্ব প্রতিবেদক: প্রাইভেটকারের চালকের আসনে বসে ড্রাইভিং শিখছিলেন কলেজছাত্রী ফারজানা আক্তার মুক্তি (২১)। কিন্তু তার আর ড্রাইভিং শেখা হলোনা। বাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ফারজানা। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল শ্রীধরখিলা এলাকার সালাউদ্দিন আহমেদের মেয়ে এবং ওয়ালীনেওয়াজ খান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা আক্তার মুক্তি শনিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বিন্নাটি এলাকায় ড্রাইভিং শিখছিলেন। এক পর্যায়ে একটি ফিলিং স্টেশনের কাছে দ্রুতগামী একটি বাসের সাথে তার প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটি রাস্তার পাশে পড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, দ্রুতগ্রামী একটি বাসের সাথে ফারজানা আক্তার মুক্তির গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
বাসের চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।