হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিশোরগঞ্জের হোসেনপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে আসাদুজ্জামান অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আখতার হোসেন দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়।