নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩৮ কেজি গাঁজা, একটি ট্রাক্টর, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার ভোরে অভিযান দুটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামের মৃত কবির পারভেজের ছেলে আমজাদ হোসেন (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে রামিম (২৮)। এ সময় তাদের দখলে থাকা একটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর তল্লাশি চালিয়ে ট্রাক্টরের ইঞ্জিনের কভার ও তৈলের জারকিনের ভিতর থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই এলাকায় পরে অপর এক অভিযানে দুজনকে একটি প্রাইভেটকারসহ আটক করে র্যাব। পরে প্রাইভেটকারের ভিতর থেকে ২০ কেজি গাঁজা ও দুজনের কাছ থেকে নগদ চারহাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতার দুজন হলেন মানিকগঞ্জ জেলা সদরের কৃষ্ণপুর গ্রামের ছোবান মোল্লার ছেলে বাবু মোল্লা (২৯) ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে ইউসুফ আলী (৩৩)।
র্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার পাঁচজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।