ঢাকাSunday , 30 January 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়া ৯৩ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪০

প্রতিবেদক
-
January 30, 2022 4:46 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: প্রচারণা শেষ। এখন নানা হিসাব নিকাশ আর ভোটের প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থীরা। রাত পোহালেই ভোট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন
সুষ্ঠুভাবে  ভোট সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি

সোমবার ৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমের মাধ্যমে এর মধ্যে রয়েছে, জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা, হোসেন্দী, নারান্দি, চণ্ডিপাশা সুখিয়া

পুলিশের বিশেষ শাখা থেকে জানা গেছে,   ইউনিয়নের ৯৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি  ঝুঁকিপূর্ণ (বিশেষ) হিসেবে চিহ্নিত করা হয়েছে জাঙ্গালিয়া ইউনিয়নের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণএছাড়া চরফরাদী ইউনিয়নের নং ওয়ার্ডের শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়, নং ওয়ার্ডের চর তেরটেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নং ওয়ার্ডের চরপাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগারসিন্দুর  ইউনিয়নের বাহাদিয়া উচ্চ বিদ্যালয়, বাহাদিয়া ভঙ্গার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামা বালিকা দাখিল মাদ্রাসা, আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ আদিত্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুরুদিয়া ইউনিয়নের আলমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরদি সিনিয়র মাদ্রাসা, পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়দিগম্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পাটুয়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়, নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা, নারান্দি ইউনিয়ন পরিষদ, হোসেন্দী ইউনিয়নের কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজ, হোসেন্দী মুন্সিবাড়ি হাফিজিয়া মাদ্রাসা, পূর্ব আতকাপাড়া মালি প্রধানের বাড়ি, চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন
সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিপাড়া ফোরকানিয়া মাদ্রাসা, ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসাএরমধ্যে কোন কোন প্রতিষ্ঠানে দুটি করে ভোটকেন্দ্র রয়েছে।

পাকুন্দিয়ায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ টিমও দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য করুন