ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জে দুই গ্রামের লোকদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ভৈরব উপজেলার আকবর নগর ও কুলিয়ারচর উপজেলার নন্দরামপুর গ্রামের লোকদের মাঝে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নন্দরামপুর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণের জন্য একটি সরকারি জলাশয় ভরাটের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। জলাশয়টি ভরাটের জন্য বিল থেকে বালু তোলা নিয়ে পার্শ্ববর্তী ভৈরব উপজেলার আকবর নগর গ্রামের লোকদের সঙ্গে নন্দরামপুর গ্রামের লোকদের বিরোধের সূত্রপাত হয়।
আকবর নগর গ্রামের লোকজনের দাবি তাদের ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে জোরপূর্বক বালু তোলা হচ্ছিল। এ নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৫ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে জানান ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারি পুলিশ সুপার রেজওয়ান দীপু। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।