মো. মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) থেকে: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর ৭ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ১ জন ও স্বতন্ত্র ১৩ জন।
৯ ইউনিয়নে জামানত হারানো প্রার্থীরা হলেন, জাঙ্গালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু ১ হাজার ১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ আহামেদ ৩০৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. রফিকুল ইসলাম ৫০৩ ভোট ও জাতীয় পার্টির হাজী আব্দুল আওয়াল ভূঁইয়া ৬৮ ভোট। চরফরাদী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. মজিবুর রহমান ৫৯৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম ৪১৫ভোট। এগারসিন্দুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. রায়হান মিয়া ৩১৪ ভোট। বুরুদিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জয়নাল আবেদিন ৩১১ভোট, জাতীয় পার্টির মতিউর রহমান ৬১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. রজব আলী ৪০ ভোট। পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন ১ হাজার ৭৬৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বাচ্চু ১ হাজার ৮৬৮ ভোট, স্বতন্ত্র আব্দুল মান্নান মনাক ১ হাজার ৮১৯ ভোট ও স্বতন্ত্র মাসুম মিয়া ১২৮ ভোট। নারান্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন ৫২৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সাজু ৩৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. আরিফ হোসেন ভূঁইয়া ১৭২ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. আজিজুর রহমান তপন ১০০ ভোট। হোসেন্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান আকন্দ ৬৩২ ও স্বতন্ত্র মুহিবুল্লাহ আল মাহদী ১০৭ ভোট। চণ্ডিপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জিল্লুর রহমান ২৩৯ ভোট, স্বতন্ত্র মো. নাজমুল হুদা ৫৪ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. নুরুল ইসলাম ২৩৪ ভোট। সুখিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. রফিকুল ইসলাম ২৮২ ভোট ও জাতীয় পার্টির নুরুল ইসলাম ১৪৬ ভোট।
পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।