ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে কামাল হত্যা মামলার চার আসামি গ্রেফতার

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের আলোচিত কামাল হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

গ্রেফতার চার আসামি হলেন ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মুক্তাদির (২৪), কমলপুর পঞ্চবটি এলাকার ফরহাদ মিয়া (২৬), সাজন মিয়া (২৮) ও আহসান উল্লাহ (২৬)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। র‌্যাব সূত্র আরও জানায়, ভৈরবের ঘোড়াকান্দা এলাকার একটি মসজিদের নৈশ প্রহরী কামাল ও একই এলাকার জাকিরের সাথে মাদক ব্যবসায়ী ওমান ও তার সহযোগীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৩টার দিকে দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে কামাল ও জাকিরের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তারা কামাল ও জাকিরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার দুপুরে কামালের মৃত্যু হয়।

এ ব্যাপারে চিহ্নিত ২৩ জনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতার চারজনকে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে এবং অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য করুন