নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মেলন বৃহস্পতিবার বিকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার ও ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আল আমিন সিদ্দিকী । সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মুহতারাম সভাপতি মুহাম্মদ আবরারুল হক।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু নাঈম এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু হানিফ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদ প্রমুখ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব আব্দুর রউফ, মাওলানা আহমাদুল্লাহ, মুহা. রোকন উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা নোমান আহমদ, মাওলানা জোবায়ের আহমাদ, মো. তৌফিকুল ইসলাম, মাওলানা মোতাসিম বিল্লাহ মোত্তাকি, মো. এমদাদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা মুহাম্মদ আল আমিন সিদ্দিকী ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২ সেশনের জেলা কমিটি ঘোষণা করেন। সম্মেলনে আবরারুল হককে সভাপতি, মুহাম্মদ আবু হানিফকে সহ সভাপতি ও ত্বোয়াসিন বিন মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়।