নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ২০১ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকাল সোয়া ৯ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ২০১ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজা উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করে। তারা হলেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গিমন্টাকাটি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে শেখ আব্দুল নয়ন (৩০) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের আশু মিয়ার ছেলে রাজু মিয়া (৩৮)। প্রাইভেটকার, ফেনসিডিল ও গাঁজা ছাড়াও তাদের কাছ থেকে নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।