নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ২৪০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত ১০টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার মায়া কানন এলাকায় অভিযান চালায়। এ সময় ২৪০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পূর্ব কান্দাইল গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে একরাম (৩০) ও একই ইউনিয়নের কামারহাটিয়া গ্রামের হান্নানের ছেলে সোহেল (২০)।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।