নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইন থেকে ৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি মিঠামইন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় ৮ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৯২০ টাকা ও দুটি মোবাইল ফোনসেটসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরবলী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (৩৮) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুর রহিম (৩২)।
র্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মিঠামইন থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।