নিজস্ব প্রতিবেদক: দলগতভাবে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। অপরদিকে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিলেও কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলায় দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন করছে দলটি। ইতোপূর্বে কিশোরগঞ্জের হাওর এলাকা মিঠাইন ও অষ্টগ্রাম উপজেলার নির্বাচন শেষ হয়েছে দলীয় প্রতীক ছাড়াই। সোমবার হবে ইটনা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে আগেই। হিসাব নিকাশ শেষে প্রস্তুতিও শেষ। রাত পোহালেই ভোট উৎসবে মেতে উঠবেন প্রার্থী, সমর্থক ও ভোটাররা। হাওরের মিঠামইন ও অষ্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ইটনাতেও অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা সকলের। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ইটনা উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ৯৪ জন ও সাধারণ সদস্য পদে ২৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ইটনা সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন, বাদলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন, রায়টুটী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন, চৌগাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন, বড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন, এলংজুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন, জয়সিদ্ধি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন, ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন ও মৃগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করছেন।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, কারও প্রতি বৈরিতা নয়, আবার কারও প্রতি বেশি গুরুত্বও নয়। এমন বিবেচনা করেই এখানে দলীয় প্রতীক নৌকা রাখা হয়নি। আমার নির্বাচনী এলাকা মিঠাইন ও অষ্টগ্রামের মত ইটনাতেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসনকেও সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।