নিজস্ব প্রতিবেদক: জ্বালানি ও নিত্য ব্যবহার্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকালে শহরের রঙমহল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ জেলা বামজোটের সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক আলাল মিয়া, জেলা সিপিবি নেতা এডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা বাসদ নেতা সাজেদুল ইসলাম সেলিম, এডভোকেট মাসুদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, তেল, গ্যাসসহ সব ধরণের জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছ। অবিলম্বে দাম কমানোর দাবি জানান তারা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।