নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ কোম্পানী লিমিটেড এর উৎপাদিত গো-খাদ্যের ভুষিতে ভেজাল মিশ্রণের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা ও সোমবার একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করে কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হোসেনপুর সদর বাজারে অভিযান চালায়। এ সময় জয়কালী স্টোর ও অনুপম স্টোরে বসুন্ধরার ভুষিতে ভেজাল মিশিয়ে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। পরে জয়কালী স্টোরকে ৫০ হাজার টাকা ও অনুপম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সোমবার কিশোরগঞ্জ শহরের বড় বাজারে অভিযান চালিয়ে একই অভিযোগে চাঁদ ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জণ বণিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বসুন্ধরার ভুষিতে ভেজাল মেশানো এবং পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ না থাকায় জরিমানা করা হয়।