ঢাকাWednesday , 9 February 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
February 9, 2022 10:20 pm
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে পুলিশ অভিযানটি চালায়

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকীর নেতৃত্বে করিমগঞ্জ পৌর এলাকার নয়াপাড়ায় অভিযান চলিয়ে সুমন চন্দ্র সূত্রধরের পরিত্যক্ত বাড়ির উঠান থেকে ৫৯০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। 

তারা হলেন করিমগঞ্জের গুজাদিয়া হাইধনখালী গ্রামের লাল মাহমুদের ছেলে মো. জামাল উদ্দিন (২৬) করিমগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মৃত নিরঞ্জনের ছেলে উত্তম চন্দ্র সূত্রধর (২৭) তাদের অপর এক সঙ্গী রফিকুল ইসলাম ওরফে টেম্পু রফিক (২৭) পালিয়ে যায়। পলাতক টেম্পু রফিক নয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

করিমগঞ্জ থানার এসআই আবু তাহের জানান, তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি। পলাতক আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য করুন