নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ২৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বেলা পৌনে ১১টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি আশুগঞ্জ টোলপ্লাজার পূর্বদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল আটক করে। পরে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা ও নগদ সাতহাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের গোপেশ চন্দ্র মোহন্তের ছেলে অনুপ কুমার মোহন্ত (২৬), একই গ্রামের নজরুল দেওয়ানের ছেলে জুয়েল দেওয়ান (৩৭) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বলাইয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে হৃদয় (২৮)।
র্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়।