হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, নবনির্বাচিত চেয়ারম্যান মো.খুর্শিদ উদ্দিন, মো. কামরুজ্জামান কাঞ্চন, মো. ফিরোজ উদ্দিন, এডভোকেট সাইদুর রহমান, আব্দুল কাইয়ুম, আজহারুল ইসলাম রহিত প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন