করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলোনা স্কুলছাত্রী উর্মির। সড়কে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে সে। ঘটনাটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার।
নিহত উর্মি আক্তার (১৬) করিমগঞ্জের সুতারপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে ও নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাসুদ রানা সোহাগ জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ থেকে করোনার টিকা নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল উর্মি। করিমগঞ্জ পৌর মডেল কলেজের সামনে এসে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক্টর চাপা দেয় অটোরিকশাটিকে। এতে আরো আটজন যাত্রী ছিল। অন্য কেউ গুরুতর আহত না হলেও অটোরিকশার উল্টো সিটে বসা উর্মি পড়ে যায় ট্রাক্টরের চাকায় নিচে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।