নিজস্ব প্রতিবেদক: কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ কারাগারে আটক সাতজন নেতাকর্মীর মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা কমিউনিস্ট পার্টি আজ শনিবার বেলা ১১টায় শহরের রঙমহল চত্বরের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা সিপিবি নেতা এডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, রঞ্জিত সরকার, অধ্যাপক ফরিদ আহম্মদ, শাহজাহান কবীর প্রমুখ।
বক্তারা অবিলম্বে মিহির ঘোষসহ ডিটিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাতজন নেতাকর্মীর মুক্তির দাবি জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান তারা।
আপনার মন্তব্য করুন