নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সকলকে মু্ক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে।
তিনি আজ রবিবার বিকালে দৈনিক আমার সংবাদ পত্রিকার এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকদেরকে বিভিন্ন সংবাদের পাশাপাশি ইতিবাচক সংবাদও করতে হবে। তা না হলে মানুষের মধ্যে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হবে, যা কাম্য নয়।
কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ–পরিচালক এস এম খাইরুল আমিন, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ দাউদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, গাজী টিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী, দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়েত নাজমুল, মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি ফাইজুল হক গোলাপ প্রমুখ।
আলোচনা শেষে বর্ষপূর্তির কেক কাটা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক প্রভাতি খবর পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ।