নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল, দুটি মোটরসাইকেল ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার চারজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সাইদুর রহমান (২৭), নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের গুনজার আলীর ছেলে আজিজুল (৩৫), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মতুর্জাবাজ গ্রামের হান্নান ভূইয়ার ছেলে সজিব ভূইয়া (৩২) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মহেড়াপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
র্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার চারজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।