নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।
সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুলতানা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা হযরত আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে ৪০ টি স্টল স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, গাড়ল, মোরগ, খরগোশ, কবুতরসহ বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হচ্ছে।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর অংশ হিসেবে সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এ প্রদর্শনীর আয়োজন করেছে।
আজ বিকালে আলোচনা, পুরস্কার বিতরণসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রদর্শনী শেষ হবে।