নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে শহরের একরামপুর রেলগেইট সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, একটি দোকানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মোবারক আলী জানান, ভোর সোয়া ৪টার দিকে খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে তিনটি ও করিমগঞ্জ থেকে দুটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ছোটবড় ৯টি দোকান পুড়ে আনুমানিক ৫/৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছেন।
আপনার মন্তব্য করুন