ঢাকাWednesday , 16 February 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

প্রতিবেদক
-
February 16, 2022 10:36 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু।

পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ  প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ৪টি ক্যাটাগরিতে ৪১টি স্টল স্থাপন করা হয়। বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, মহিষ, মোরগ, কবুতর প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমি সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দিন, পাকুন্দিয়া খামার মালিক সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক মো. বোরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রদর্শনী শেষ হয়।

আপনার মন্তব্য করুন