নিউজ একশে ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ১০৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই (বাংলা বাজার) এলাকায় অভিযান চালিয়ে ১০৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল সেটসহ রউফ মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করে। তিনি কুকরারাই গ্রামের তোতা মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার রউফ মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে বাজিতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন