পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, নারী নির্যাতনসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে আজ বৃহস্পতিবার দুপুরে এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সদস্য এনামুল হাসান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক আশরাফুল্লাহ, এগারসিন্দুর ঈশাখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, এগারসিন্দুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোহসিন মিয়া প্রমুখ।
বক্তারা সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন থেকে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।