নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের নিকলী থেকে ১৭০০ পিস ইয়াবাসহ পংকজ চন্দ্র পাল ওরফে সোহেল (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি নিকলী উপজেলার উত্তর দামপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পংকজকে ১৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তিনি নিকলী উপজেলার দামপাড়া গ্রামের পরেজ চন্দ্র পালের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার পংকজকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে নিকলী থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন