নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারে জনতার ঢল নামে।
শহীদ মিনারে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, জেলা পাবলিক লাইব্রেরি, সম্মিলিত সামাজিক আন্দোলন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে পুষ্পার্ঘ অর্পন করেন।
এ উপলক্ষে ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান, অনলাইনে আলোচনা সভা, উপাসনালয়ে প্রার্থনা।