পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে পৌর এলাকার হাপানিয়া পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আয়োজনে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে শিখন কার্যক্রম উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু।
সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, কিশোরগঞ্জের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক, আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর উপ–পরিচালক মো. খলিলুর রহমান, ৩ নং চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর উপজেলা ম্যানেজার মো. শাহ আলম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পাঁচজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।