পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে হোসেন্দী ইউনিয়নের চরপাড়া (মুন্সিবাড়ি) গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় মাহফুজুল হুদা নোমান নামে একজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরপাড়া গ্রামের মাহফুজুল হুদা নোমান ও তার লোকদের সঙ্গে একই বাড়ির আহম্মেদ আমীন হিমেলদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার শালিস দরবার হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। নোমানের দখলে থাকা জমিতে একটি পাকা স্থাপনা নির্মাণ করছিলেন নোমান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আহম্মেদ আমীন হিমেল বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একটি ভেকু (এক্সকেভেটর) ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ নোমানের নির্মাণাধীন স্থাপনায় যায়। সেখানে ভেকু দিয়ে নির্মাণাধীন স্থাপনাটি ভাঙচুর করে। এতে বাধা দিলে মাহফুজুল হুদা নোমানকে হাত–পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়াও প্রতিবেশি এডভোকেট জসিমুল হুদা মিন্টুর একটি পাকা ঘরের দরজা, জানালাসহ ঘরের ভিতরের আসবাবপত্র ভাঙচুর করে সন্ত্রাসীরা। একপর্যায়ে ঘরের দরজা, জানালা ও গ্যাসের চুলাসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নোমানকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত নোমান মিয়া বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে একটি পাকা স্থাপনা নির্মাণ করছিলাম। এ সময় প্রতিপক্ষের হিমেল ভাড়াটে গুণ্ডা নিয়ে একটি ভেকু মেশিন দিয়ে আমার স্থাপনাটি ভাঙচুর করে। বাধা দিতে গিলে তাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত হিমেলের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার চাচা গাজিউল হক বলেন, হিমেলদের জায়গায় নোমান একটি পাকা স্থাপনা নির্মাণ করছিল। এতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এডভোকেট জসিমুল হুদা মিন্টু বলেন, জমিজমা নিয়ে নোমান ও হিমেলদের মধ্যে বিরোধ চলছে। আমার সাথে কোন বিরোধ নেই। অথচ আমার বাড়িঘর ভাঙচুর ও লুট করেছে হিমেলের ভাড়াটে সন্ত্রাসীরা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।