নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ হত্যা মামলার আসামী জাহাঙ্গীর মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পুলতাকান্দা গ্রামের মৃত এমাদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা একটি ভ্যান গাড়ি তল্লাশি করে গাড়ির বডির নিচে বিশেষ কায়দায় রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর নরসিংদী জেলার বেলাব থানার একটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি বলে র্যাব জানায়।
র্যাবের এএসপি স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার জাহাঙ্গীরকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।