হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পুলিশ পরির্শদক (তদন্ত) জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম. এ হালিম, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠানে ২৫ জন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দেওয়া হয়।