নিজস্ব প্রতিবেদক: প্রবীণ নাট্যশিল্পী মলয় কর আর নেই। আজ রবিবার সকালে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স ছিল ৮৬ বছর। তিনি ৩ পুত্র, ২ কণ্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কিশোরগঞ্জের একতা নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক মণ্ডলীর সদস্য, বিশিষ্ট নাট্য ও নৃত্যশিল্পী মানস কর ও পল্লব করের পিতা। মলয় কর গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ গ্রুপ থিয়েটার কর্তৃক নাট্যজন সম্মাননা পেয়েছেন। ১৯৭১ নাটকে অভিনয় শৈলীর জন্য তার এই সম্মাননা প্রাপ্তি।
কিশোরগঞ্জ জেলা মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) ২০১৯ খ্রিস্টাব্দে তাকে নাট্যজন সম্মাননা প্রদান করে।
তার মৃত্যুতে কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক, তার আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।