পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে।
একাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে চর আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে সানজিদা (১০) ও শাবনূর (৯) নামে দুই শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। বিকাল সাড়ে ৫টার দিকে ডুবুরিদল শাবনূরের লাশ উদ্ধার করলেও সানজিদাকে উদ্ধার করতে পারেনি।
সানজিদা চর আলগি গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে ও শাবনূর একই গ্রামের ফালান মিয়ার মেয়ে। সানজিদা চর আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং শাবনূর একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন