ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনা উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে তিনটি পাঁচতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার বিকালে কিশোরগঞ্জ–৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনটি ভবনের মধ্যে একটি মাল্টিপারপাস ভবন, একটি একাডেমিক ভবন ও অপরটি ১০০ শয্যা বিশিষ্ট হোস্টেল ভবন। ভবনগুলো নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, একটা সময়ে হাওর অঞ্চলের ছেলে–মেয়েরা পড়াশোনায় পিছিয়ে ছিল। শুধু ছেলে–মেয়েরাই যে পিছিয়ে ছিল বিষয়টা ঠিক এমন নয়, অভিভাবকরাও তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করতেন। তাছাড়া এখন যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, অতীতে সে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও ছিল দুর্গম। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফলে হাওরে শিক্ষার হার বেড়েছে। প্রত্যেক উপজেলাতেই অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে এমপি তৌফিক বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব ও উন্নয়নের সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহ্বায়ক এনায়েত রাব্বী লিটন, মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ও ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব।
এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, এনায়েত কবীরসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।