নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ২২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আজ মঙ্গলবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের টোলপ্লাজার পূর্বদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে র্যাবের দলটি। প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ফুলবাড়িয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে রিমন (২২) ও একই গ্রামের হুমায়ুনের ছেলে সোহেল (২১)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।