ঢাকামঙ্গলবার , ১ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় পানিতে ডুবে যাওয়া আরেক শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
-
মার্চ ১, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে যাওয়া আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের পাশে সানজিদা (১০) নামে শিশুটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এ নিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চর আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে সানজিদা (১০) শাবনূর (৯) নামে দুই শিশু নিখোঁজ হয় খবর পেয়ে পাকুন্দিয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল গিয়ে উদ্ধার তৎপরতা চালায় সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ডুবুরিদল শাবনূরের লাশ উদ্ধার করলেও সানজিদাকে উদ্ধার করতে পারেনি

সানজিদা চর আলগি গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে ও শাবনূর একই গ্রামের ফালান মিয়ার মেয়ে। সানজিদা চর আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং শাবনূর একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

আপনার মন্তব্য করুন