পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. আজিজ আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।