হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরীদের প্রজনন স্বাস্হ্যসেবা বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ।
হোসেনপুর প্রেসক্নাবের সভাপতি প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্বদীন মাদার কেয়ার আকিজ গ্রুপের সিনিয়র সহ ব্যবস্হাপক আবুল বাসার, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রাজিব মাহমুদ প্রমুখ।
পরে বিদ্যালয়ে উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে মাস্ক, স্যানিটারী নেপকিনসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।