নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪৪২ বোতল ফেনসিডিল, ১৫ কেজি গাঁজা, নগদ ১০ হাজার টাকা ও একটি প্রাইভেটকারসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ টোলপ্লাজার পূর্বদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালানো হয়। এ সময় ৪৪২ বোতল ফেনসিডিল ও নগদ ৮ হাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ বাগানবাড়ি এলাকার দিল মোহাম্মদ দিলুর ছেলে পারভেজ (২৭) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (টুকের বাজার) গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে উমর আলী (৫৮)।
অপরদিকে কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে র্যাব। পরে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা ও নগদ ২ হাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চলিতারবাঁক গ্রামের সজল মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (৩০) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চিকটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ফজলু (৩৫)।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার চারজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।