ঢাকাFriday , 4 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নতুন উদ্ভাবিত বারি মিষ্টি আলু-১৭ চাষ

প্রতিবেদক
-
March 4, 2022 3:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলীতে বারি (বিএআরআই) উদ্ভাবিত মিষ্টি আলু১২, ১৪ ১৭ জাত চাষ করা হয়েছে এরমধ্যে বারি মিষ্টি আলু১৭ বছরই প্রথম চাষ করা হয়েছে ২০২১ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) বারি মিষ্টি আলু১৭ জাতটি উদ্ভাবন করে

কিশোরগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্রের সরেজমিন গবেষণা বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের নিকলী উপজেলার পাঁচরুখি   পাটাচাপড়া হাওরে বারি উদ্ভাবিত মিষ্টি আলু১২, ১৪ ১৭ জাত চাষ করা হয়েছে পাঁচরুখি পাটাচাপড়া হাওরে কৃষক সিদ্দিক মিয়া শরীফ মিয়ার এক একর জমিতে পরীক্ষামূলকভাবে বারি মিষ্টি আলু চাষ করা হয়েছে সূত্রটি আরও জানায়, এর আগে বারি মিষ্টি আলু১২ ১৪ চাষ করা হলেও বারি মিষ্টি আলু১৭ বছরই প্রথম চাষ করা হয়েছে

কিশোরগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহিউদ্দীন জানান, বারি মিষ্টি আলু১৭ তে অ্যান্থোসায়ানিন নামক এন্টি অক্সিডেন্ট আছে, যা মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্থোসায়ানিন উচ্চ রক্তচাপ রক্তে ইউরিক এসিডের মাত্রা কমাতে সাহায্য করে এই মিষ্টি আলুতে সায়ানিডিন পিওনিডিন নামক পিগমেন্ট হেভি মেটাল এর বিষাক্ততা কমাতে সাহায্য করে এবং ব্রেস্ট কোলন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

তিনি আরও জানান, স্থানীয় জাতের মিষ্টি আলুতে ভাইরাসের আক্রমণের কারণে পাতা হলদে রঙ ধারণ করে। কিন্তু বিএআরআই উদ্ভাবিত জাতগুলো রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণমুক্ত। তাছাড়া ফলনও আশানুরূপ। এক বর্গমিটার জমির আলু উত্তোলন করে ২.৬২ কেজি আলু পাওয়া গেছে বলে জানান এই কর্মকর্তা।

আপনার মন্তব্য করুন