ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রতিবেদক
-
মার্চ ৪, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৈলাগ ইউনিয়নের পশ্চিম কুকরারাই গ্রামের জামে মসজিদের লিজকৃত জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে কুকরারাই ও নয়াহাটি গ্রামের লোকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কুকরারাই গ্রামের রমজান আলী কালা মিয়া (৫৫) মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মসজিদের লিজ নেওয়া জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় রমজান আলী কালামিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে মারা যান তিনি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

মৃত্যুর কারণ জানতে লাশের ময়না তদন্ত করা হবে বলে ওসি জানান। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য করুন