তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী আঞ্চলিক ইসলাহি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়।
মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা, বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, মুক্তিযোদ্ধাসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্য দোয়া করা হয়।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত শুক্রবার তাড়াইলের জাওয়ার ইউনিয়নের বেলংকা–ইছাপশর গ্রামে জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসা মাঠে আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ উদ্বোধনী বয়ান ও জুমার নামাজের মধ্যে দিয়ে ইজতেমার সূচনা করেন। ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়।